About Us

যেভাবে একটা গোবৎস জন্ম লাভ করে দাঁড়ানোর চেষ্টা করে ঠিক সেই ভাবেই আমি এই মনুষ্য জন্ম লাভ করে ভগবানের ভক্ত হওয়ার প্রয়াস করছি । আজও ভক্ত হতে পারিনি, কিন্তু আমি বিশ্বাস করি যদি পবিত্র মনে ভগবানের সেবা করতে পারি তাহলে একদিন শুদ্ধ ভক্ত হতে পারবো । আশীর্বাদ করবেন যেন গুরুদেবের কৃপায় আপাদের চরণ ধূলি মস্তকে ধারণ করে শুদ্ধ বৈষ্ণব হতে পারি ।

বর্তমান জগতে সমস্ত কিছু অনলাইনে চলে আসছে প্রায় এমন কোন তত্ত্ব পাওয়া যায় না যা অনলাইনে নেই । কিন্তু অবাক করা বিষয় হলো বর্তমান সময়ে এসেও কিন্তু সনাতন ধর্মের অনেক তত্ত্ব এখনো অনলাইনে দেওয়া হয়নি । তাই আমাদের এই অভিপ্রায় – শাস্ত্র অধ্যয়ন করে এবং শুদ্ধ বৈষ্ণবের শ্রীমুখ হতে যা কিছু শ্রবণ করি তা চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য । শুধুমাত্র আমি একাই লেখালেখি করি না এখানে আমার সাথে আরও একজন রয়েছেন । তিনিও এখানে সনাতন ধর্মের জ্ঞান আপনাদের মাঝে শেয়ার করার জন্য লেখালেখি করেন । এখানে কোন ভুল তত্ত্ব শেয়ার করা হয় না । শাস্ত্র থেকে নিয়ে এবং শুদ্ধ বৈষ্ণবদের কাছ থেকে যা কিছু পাওয়া হয় তাই এখানে শেয়ার করা হয় ।

আমাদের এখানে দেওয়া তত্ত্বের মাধ্যমে যদি কারও সামান্য মাত্রও উপকার হয়ে থাকে তবে আমাদের কষ্ট সার্থক হবে ।
জয় শ্রীকৃষ্ণ ।

error: Content is protected !!