গীতা ১৭ অধ্যায় এ কৃষ্ণ ভগবান মানুষের শ্রদ্ধা বিষয়ে আলোচনা করেছেন । তাই এই অধ্যায়ের নাম শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ । ব্যক্তির শ্রদ্ধা বিভিন্ন প্রকারের হয়ে থাকে তার চেতনার উপর । যেমন কেউ টক খেতে ভালোবাসে আবার কেউ টক খেতে ভালোবাসে না সে হয়তোবা মিষ্টি খেতে ভালোবাসে । এখন কে কি ভালোবাসবে তা নির্ভর করে তার চেনার উপর । মানুষের গুন অনুসারে এক এক জনের এক একটি বষয়ের উপরে শ্রদ্ধার উদয় হয় । তাই কৃষ্ণ অর্জুনকে দিব্য জ্ঞান দান করতে করতে গীতার এই সপ্তদশ অধ্যায়ে এসে অর্জুনকে বললেন – হে অর্জুন মানুষ উপাসনা করে ঠিকই । কিন্তু তার গুন অনুসারে এক এক দেবতার প্রতি শ্রদ্ধার উদয় হয় । গীতার ত্রয়োদশ অধ্যায়ের সাথে এই অধ্যায়ের অনেকটা মিল রয়েছে । কারন ত্রয়োদশ অধ্যায়ে তিন গুন নিয়ে আলোচনা করেছেন । আর সেই গুন অনুসারে মানবের শ্রদ্ধা কি রকম তাই আলোচনা করেছেন গীতা সপ্তদশ অধ্যায়ে ।
যদিও ভগবান অর্জুনের মাধ্যমে সমস্ত জগতবাসীকে তার চরণে সমর্পিত হতে বললেন । কিন্তু তার পরেও তিনি জানেন সবাই তার ভজনা করবেন না । তাই এই অধ্যায়ে ভগবান আলোচনা করেছেন কোন ধরনের মানুষ কার সেবা পূজা করবেন । যেমন যারা রজ গুণ সম্পন্ন তারা অতি টক, ঝাল ইত্যাদি খাবার খেতে ভালবাসবে । আর এই রজোগুণ সম্পন্ন ব্যক্তিগন যক্ষ-রাক্ষসের উপাসনা করবেন । আবার যারা সাত্ত্বিক গুন সম্পন্ন যাদের মধ্যে জ্ঞানের প্রকাশ ঘটেছে তারা দেবতাদের উপাসনা করবেন এবং যারা তামসিক পচা-বাসী খাবার খেতে ভালোবাসেন । সর্বদা নোংরা বস্তু খেতে ভালোবাসেন তারা ভুত প্রেতাদির উপাসনা করবেন । gita in bangla
এখন অনেকেই বলে থাকেন যে দেবতাদের উপাসনা করলেও ভগবানের কাছেই ফিরে যাওয়া যাবে । কিন্তু না এই কথাটা ভুল । আবার এই যুক্তি দেখানো হয় যে যত মত তত পথ । কিন্তু কৃষ্ণ ভগবান গীতায় বলেছেন যারা দেবতাদের উপাসনা করেন তাহারা দেহান্তে দেবলোক প্রাপ্ত করবেন, আবার ভুত-প্রেতাদির উপাসনা করলে তারা দেহান্তে ভুত-প্রেত হবেন । কিন্তু যাহারা ভগবানের উপাসনা করিবেন সেই সকল মহা পুণ্যবান ব্যক্তিগন দেহান্তে পরম লোক প্রাপ্ত করবেন । তাহলে আমরা কি করে বলি দেবতাদের উপাসনা করলে বুঝি ভগবানের লোক প্রাপ্ত করা যাবে । যে যার উপাসনা করবেন সে সেই লোকই লাভ করবেন । এবার কে কার উপাসনা করবেন তা নির্ভর করে তার চেতনার উপর । অর্থাৎ গুন অনুসারে যে শ্রদ্ধার উদয় এই জ্ঞানের আলোচনাকেই গীতায় ভগবান শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ বলা হয় ।
Read More: গীতা পঞ্চদশ অধ্যায় আলোচনা
শেয়ার করুন
Post Tags:
গীতা ১৭ অধ্যায়, গীতা সপ্তদশ অধ্যায়, gita in bangla, ভাগবত গীতা, Bhagavad gita, গীতা অধ্যায়, গীতার ১৭ অধ্যায়