ইসকনের হরে কৃষ্ণ নাম নয়! সারা জগত বাসীর জন্য এই হরে কৃষ্ণ নাম । কিন্তু সাধারণত ইসকনের ভক্তরা এই হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রতি বেশি গুরুত্ব দেয় । প্রকৃতপক্ষে প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীদের এই হরে কৃষ্ণ নাম কীর্তন করা উচিত । আজকে সারা বিশ্বের প্রায় প্রতিটা রাষ্ট্রেই হরে কৃষ্ণ নাম কীর্তনকারী ভক্ত পাওয়া যায় । এই অসাধ্য সাধন হয়েছে কেবল ইসকনের মাধ্যমে । কিন্তু আমরা তথাকথিত কিছু সনাতন ধর্মের পণ্ডিত রয়েছি যারা এমন কৃষ্ণ নাম প্রচারকারী ইসকনের নিন্দা করেন । কিছু কিছু ব্যক্তি এমন পাওয়া যায় যারা কিছু না জেনেই ইসকন ভক্ত কিংবা বৈষ্ণবদের নিন্দা করা শুরু করে।
আজকে আমরা কীর্তন শুনি কিন্তু আসলেই বলুন তো ইসকনের মতো এই রকম অপূর্ব শুরে হরে কৃষ্ণ নাম আগে তেমন শুনেছেন কিনা । সত্যিই ইসকনের কিছু কিছু ভক্তের নাম কীর্তন এতো অপূর্ব যা শোনা মাত্রই হৃদয় শীতল হয়ে যায় । আমার দেখা এপর্যন্ত ইসকনের সেরা নাম কীর্তনিয়া হলো – শ্রীপাদ নারুগোপাল প্রভু, জগদগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, রাধানাথ স্বামী মহারাজ । আরও অনেক অনেক ভক্ত রয়েছে এরকম যারা অপূর্ব শুরে হরে কৃষ্ণ নাম কীর্তন করেন । Krishna Mantra
ইসকনের হরে কৃষ্ণ নাম এবং আমাদের হরে কৃষ্ণ নাম
ইসকনের ভক্তরাও হরে কৃষ্ণ নাম করেন এবং আমরাও হরে কৃষ্ণ নাম করি । তাহলে তাদের সাথে আমাদের কৃষ্ণ নাম করার পার্থক্য কোথায় । আসলে কৃষ্ণ নামের মধ্যে কোন পার্থক্য নেই । পার্থক্য হলো কে কীর্তন করেন তার হৃদয় কতোটা শুদ্ধ তার । এক বেশ্যা হরিদাসের শ্রীমুখ হতে কৃষ্ণ নাম শ্রবণ করে তার হৃদয় পরিবর্তন হয়েছে । কিন্তু আমি যে হরিনাম তরি তা যদি কোন খারাপ লোককে শ্রবণ করানো হয় তাহলে সে কি পরিবর্তন হবে? আমরা ধর্ম আচরণ না করে ধার্মিক সাজতে চাই । কিন্তু ইসকন ভক্তরা ধর্ম যথার্থভাবে পালন করে তারপরেও বলেন যে তারা এখনো ভগবানের ভক্ত হতে পারেনি । তারা যথার্থভাবে ধর্ম আচরণ করে এবং হরে কৃষ্ণ নাম করে । আর আমরা ধর্ম আচরণ করি না অথচ হরে কৃষ্ণ নাম করে এবং ধার্মিক ধার্মিক ভাব করি ।
হ্যাঁ আমি বলছি না যে হরে কৃষ্ণ নাম করা যাবে না । কৃষ্ণ নাম অবশ্যই জপ করতে হবে আমাদের কিন্তু তার সঙ্গে ধর্ম আচরণও করা উচিত । তাই আমাদের কাউকে হেয় করা বা কারো নিন্দা করা উচিত নয় । ইসকন বর্তমানে সনাতন ধর্মের মেরুদণ্ড বলা চলে । আমরা তাদের কখনো নিন্দা করবো না । শুধুতাই নয় আমরা নিজেরা ধর্ম আচরণ করবো এবং অপরকে ধর্ম শিক্ষা দেব । হরে কৃষ্ণ । Hara Krishna
Read More: হরে কৃষ্ণ আন্দোলন জগতের মঙ্গলের জন্য ।
শেয়ার করুন
Post Tags:
ইসকনের কৃষ্ণ নাম, ইসকন হরে কৃষ্ণ গান, Hara Krishna, ইসকনের হরে কৃষ্ণ নাম, Mantra Hara Krishna, হরে কৃষ্ণ নাম ইসকন, Mantra, হরে কৃষ্ণ নাম কীর্তন